Tuesday, June 24, 2025
দেশ

রাজস্থানে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন মায়াবতী

জয়পুর: রাজস্থানে এক বিধায়কের ফোনে আড়িপাতার ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি। এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন (President rule) জারির দাবি জানালেন বহুজন সমাজ পার্টির (BSP) প্রধান মায়াবতী (Mayawati)। রাজ্যপালকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি। শনিবার মায়াবতী বলেন, রাজস্থানে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেই বিষয়ে পদক্ষেপ নিক রাজ্যপাল কলরাজ মিশ্র এবং রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সুপারিশ করুন।

মায়াবতী অভিযোগ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রকাশ্যে জোট রাজনীতির আইন লঙ্ঘন করেছেন। বসপা বিধায়কদের ঠকিয়ে সরকারের টেনেছিলেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার সেটা করলেন গেহলট। বসপা প্রধানের অভিযোগ, আইন ভেঙে বিধায়কদের ফোন আড়ি পেতেছ গেহলট সরকার। যা একেবারেই অসাংবিধানিক। তিনি বলেন, রাজস্থানে এখন নড়বড়ে সরকার। এই অবস্থায় রাজ্যপালের উচিত রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা।

উল্লেখ্য, সম্প্রতি একটি ফোনের কথোপোকথনের কথা সামনে এনে কংগ্রেস দাবি করেছে, রাজস্থানে কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। জানা যায়, কংগ্রেস ভাওয়ার লাল শর্মার সঙ্গে বিজেপি নেতা সঞ্জয় সিংয়ের কথোপোকথনের একটি টেপ রয়েছে তাঁদের কাছে। সেই কথোপোকথনে রাজ্যে সরকার ফেলার ষড়যন্ত্র করা হয়।

ফোন ট্যাপিংয়ের ঘটনা সামনে আনায় নড়েচড়ে বসেছে বিজেপি-বসপা। তাঁদের দাবি, কিভাবে এরকম বেআইনি উপায় কারও ফোনে আড়ি পাততে পারে সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।

এদিকে, রাজস্থানে কংগ্রেস সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক ভাওয়ার লাল শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, ওই বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অশোক গেহলট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।