Monday, March 17, 2025
Latestরাজ্য​

নারদ কাণ্ডে ম্যাথু স্যামুয়েলকে ফের জেরা করল সিবিআই

কলকাতা: নারদ কাণ্ডের তদন্তে বুধবার ম্যাথু স্যামুয়েলকে ফের জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এদিন প্রায় ২ ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে। ২০১৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে নারদ স্টিং অপারেশনের ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তৃণমূল নেতা-মন্ত্রীদের একাংশ এবং আইপিএস আধিকারিককে ঘুষ নিতে দেখা যায়। এদিন বিকেলে সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে যান। গত মাসে আইপিএস এসএমএইচ মির্জাকে গ্রেফতার করে সিবিআই।

নারদ কাণ্ডে গত কয়েক সপ্তাহে, সুব্রত মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারি, সৌগত রায়ের মতো প্রথমসারির তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়াও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

ম্যাথু স্যামুয়েলের জানিয়েছেন, তাঁকে হাজিরা দেওয়ার জন্য সিবিআইয়ের তরফে নোটিস দেওয়া হয়েছিল। নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ সম্পর্কে তথ্য জানার জন্য তাঁকে ডাকা ডেকেছিল সিবিআই। তাঁর আই ফোনের পাসওয়ার্ড সিবিআই চেয়েছিল বলে দাবি করেছেন ম্যাথু। যদিও আই ফোনটি তাঁর ব্যক্তিগত বলে পাসওয়ার্ড দিতে নারাজ তিনি।

ম্যাথু এদিন দাবি করেছেন, তাঁর কাছে নারদ স্টিং অপারেশনের আর কোনও ভিডিও ফুটেজ নেই। সবই তিনি সিবিআইকে দিয়ে দিয়েছেন। নবমীতে দুর্গাপুরের বিভিন্ন দুর্গা পুজো মণ্ডপ ঘুরে দেখেন ম্যাথু। সাংবাদিকদেরকে স্যামুয়েল জানান, তাঁর মূল লক্ষ্য পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করা। ৩ন বছর ধরে সেই লড়াই করে যাচ্ছেন তিনি।