Monday, March 24, 2025
Latestখেলা

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মেরি কম, নিশ্চিত করলেন পদক

মস্কো: মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫১ কেজি বিভাগে শেষ আটে প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন মেরি কম। অষ্টম পদক জয় নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই টুর্নামেন্টের ইতিহাসে সফলতম বক্সারের নজিরও গড়ে ফেললেন তিনি। বৃহস্পতিবার রাশিয়ার উলান-উদে ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে কলম্বিয়ার ইংরিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয়লাভ করেন মেরি কম। এর আগে মঙ্গলবার মেরি কম থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বী জুটামাস জিতপংকে হারান।

মেরি কম একমাত্র বক্সার যিনি বিভিন্ন বড় টুর্নামেন্ট থেকে মোট আটটি পদক জিতেছেন। পুরুষ ও মহিলা দুই বিভাগ মিলিয়ে পদক জয়ের সংখ্যার নিরিখে মেরি কমই সেরা। পুরুষদের বিভাগে আপাতত সফলতম কিউবার ফেলিক্স স্যাভন। তাঁর দখলে ৬টি সোনা এবং ১টি রুপো। শনিবার সেমিফাইনালে মেরি কমের মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই তুরস্কের বুসেনাজ কাকিরোগলু। কাকিরোগলু ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ইউরোপীয় গেমসের স্বর্ণপদক জয়ী বক্সার।

মেরি বলেন, পদক জয় নিশ্চিত করতে পেরে দারুণ লাগছে। তবে আমার লক্ষ্য হল ফাইনালে পৌঁছনো। দারুণ পারফরম্যান্স করেছি। তবে সেমিফাইনালে নিজের পারফরম্যান্স উন্নত করার দিকেই নজর থাকবে আমার।

৩৬ বছর বয়সী বক্সার মেরি কমের সাফল্যের ওয়ার্ডরোবে রয়েছে- ২০১২ সালে অলিম্পিক ব্রোঞ্জ পদক, পাঁচটা এশীয় সেরার খেতাব, একটি এশিয়ান গেমসের স্বর্ণপদক, চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপের স্বর্ণ পদক এবং একটি কমনওয়েলথ গেমসের স্বর্ণ পদক। এই বছরেই গুয়াহাটিতে ইন্ডিয়া ওপেনে এবং ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টস কাপে সোনা জিতেছেন তিনি।