‘শুভেন্দু অধিকারীর মাথা চাই’, এবার মাওবাদীদের নিশানায় তৃণমূল কংগ্রেস
মেদিনীপুর: এবার মাওবাদীদের নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সদর ব্লকে দেখা গেল মাওবাদীদের হুমকি পোস্টার। সেখানে শাসক শিবিরের দুই নেতাকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হাতে লেখা পোস্টারগুলির নিচে সিপিআই মাওবাদী লেখা রয়েছে। পোস্টারে লেখা রয়েছে, খুন, দাঙ্গাবাজ, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর মাথা চাই। তবে কে বা কারা পোস্টারগুলি রেখে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
সম্প্রতি, বিধানসভা নির্বাচনকে ঘিরে ছত্তিশগড়ে একের পর এক মাওবাদী হামলা উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের। তারই প্রভাবে কি জঙ্গলমহলে নতুন করে অক্সিজেন জোগাচ্ছে মাওবাদীদের? প্রশ্ন উঠছে রাজ্যের ওয়াকিবহাল মহলে। পোস্টারে তৃণমূল কংগ্রেস বিরোধী কথা লেখা রয়েছে। আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সরকারের বিরুদ্ধে। লেখা হয়েছে, TMC সরকারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা তোমাদের পাশে আছি। একটি পোস্টারে লেখা রয়েছে, খুন, দাঙ্গাবাজ, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর মাথা চাই।
উল্লেখ্য, বুধবার গোয়ালতোড় থেকে মাওবাদী সন্দেহে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা নাশকতামূলক কার্যকলাপ ঘটানোর জন্য কাঞ্জিমাকলি মাঠে জড়ো হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। ধৃত চার যুবকের নাম সব্যসাচী গোস্বামী, সঞ্জীব মজুমদার, অর্কদীপ গোস্বামী ও টিপু সুলতান।
প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন স্টেট রিপোর্টে বলা হয়েছে, আইএস, তালিবান ও আল-সাবাবের মতো জঙ্গি সংগঠনের পর বিশ্বের চতুর্থ সবচেয়ে ভয়ঙ্কর উগ্রবাদী সংগঠন মাওবাদী। ভারতে প্রায় ৫৩ শতাংশ নাশকতার ক্ষেত্রে প্রত্যক্ষ যোগ রয়েছে এই সংগঠনের।