নাগরিকত্ব আইন নিয়ে যুবসমাজকে ভুুল বোঝানো হচ্ছে: মোদী
কলকাতা: বেলুড় মঠে রাত কাটানোর পর স্বামী বিবেকানন্দের জন্মদিবসে রবিবার সকাল ৮টা নাগাদ বেলুড় মঠের মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূল মন্দিরে গিয়ে প্রণাম করেন। স্বামী বিবেকানন্দের ঘরে পুষ্পার্ঘ নিবেদন করেন মোদী।
সকালের প্রার্থনা সেরে স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা যুব দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী যুব সম্প্রদায়কে স্বামী বিবেকানন্দের চিন্তা ও আদর্শের কথা বলেন। মোদী বলেন, বারবার বেলুড় মঠে আসতে ইচ্ছে করে তাঁর। দেশের যুব সম্প্রদায়কে স্বামীজির চিন্তা ও আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন মোদী।
#WATCH West Bengal: Prime Minister Narendra Modi joins morning prayers at Belur Math,Howrah pic.twitter.com/bL4mPfGMGe
— ANI (@ANI) January 12, 2020
এরপরেই সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নাগরিকত্ব আইন নিয়ে যুবসমাজকে বিভ্রান্ত করা হচ্ছে। অনেক তরুণ ভুল ধারণায় প্রভাবিত হয়েছেন। তাদের সঠিক বোঝানো আমাদের দায়িত্ব।
মোদী বলেন, নাগরিকত্ব আইন কারও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। নাগরিকত্ব আইনে সংশোধনী আনা হয়েছে। দেশভাগের পর পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তাঁদের সুরক্ষার জন্য এই আইনে সংশোধনী নিয়ে আসা হয়েছে।