NRC নিয়ে মনোজ তিওয়ারির বিরুদ্ধে তির্যক মন্তব্য, কেজরিওয়ালের বাড়ি ঘিরে বিক্ষোভ
নয়াদিল্লি: জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ইস্যুতে দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারির বিরুদ্ধের মন্তব্যের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির নেতা-কর্মীরা। বুধবার আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজওরিওয়াল বলেছিলেন, দিল্লিতে এনআরসি চালু করা হলে দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারিকে প্রথম দিল্লি ছাড়তে হবে। কেজরির এহেন মন্তব্যের প্রতিবাদে বিজেপির নেতা-কর্মীরা বৃহস্পতিবার তাঁর বাহিরে বিক্ষোভ প্রদর্শন করে।
এদিন বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদসূচক লেখা সম্বলিত প্লাকার্ড বহন করেন। এসময় তাঁরা ‘কেজরিওয়াল হায়-হায়’ বলে স্লোগান দেন। কেজওরিওয়ালের বিরুদ্ধে বিজেপি নেতা কপিল মিশ্রের অভিযোগ, কেজরিওয়াল বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বাঁচাতে চাইছেন। বাংলাদেশি ও রোহিঙ্গাদের রক্ষা করে উনি নিজের ভোটব্যাঙ্ক বাড়াতে চাইছেন। অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাচ্ছেন।
Delhi: Police detained members of BJP’s Purvanchal Morcha who were protesting against CM Arvind Kejriwal for his remark,”if NRC is implemented in Delhi then Manoj Tiwari (BJP MP) will be the first one who will have to leave Delhi”. pic.twitter.com/yb7hBgxo0U
— ANI (@ANI) September 26, 2019
রবিবার দক্ষিণ দিল্লিতে এক সাংবাদিককে হেনস্থা করা হয়। এবিষয়ে মনোজ তিওয়ারি বলেছিলেন, এটা অনুপ্রবেশকারীদের কাজ। তাই দিল্লিতেও এনআরসির প্রয়োজনীয়তা আছে।