দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন খাট্টার, উপমুখ্যমন্ত্রী হলেন দুষ্মন্ত চৌতালা
চন্ডীগড়: হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মনোহরলাল খাট্টা এবং উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেজেপি প্রধান দুষ্মন্ত চৌতালা। রাজভবনে বেলা ২.২০ নাগাদ হয়ে গেল সেই শপথ গ্রহণ অনুষ্ঠান। দু’জনকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য। তাঁদের সঙ্গে শপথ নিয়েছেন বিজেপি সরকারের আরও তিন মন্ত্রী। পুরো মন্ত্রিসভা দীপাবলির পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
ছেলের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুষ্মন্ত চৌটালার বাবা অজয় চৌটালা। অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের অনেক হেভিওয়েট নেতা। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, আকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল, তাঁর ছেলে সুখবীর বাদল। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভুপিন্দর সিং হুডা। জেজেপি দাবি করেছে, তাঁরা শুরু থেকেই কংগ্রেসের বিরোধী ছিল। তাই, কংগ্রেসকে সমর্থনের প্রশ্নই ওঠে না।
একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় হরিয়ানায় দ্বিতীয়বার সরকার গঠন অনিশ্চিত হয়ে পড়েছিল বিজেপির। অন্যদিকে, ক্ষমতা দখলের জন্য আসরে নামে কংগ্রেসও। এই অবস্থায় ফের বাজিমাত বিজেপির ‘কৌটিল্য’ অমিত শাহের। দুষ্মন্ত চৌটালাকে পাশে বসিয়ে অমিত শাহ শুক্রবার রাতেই জানিয়ে দেন, হরিয়ানায় জেজেপি-বিজেপি জোটই সরকার গঠন করবে।
প্রসঙ্গত, ৯০ সদস্যের বিধানসভা ভোটে বিজেপি জিতেছে ৪০টি আসন। বর্তমানে খাট্টারের সমর্থনে রয়েছে ৫৭ জন বিধায়ক। সরকার গড়তে ৬টি আসনের দরকার ছিল বিজেপির। নির্দলদের নিয়ে ম্যাজিক ফিগার মিললেও সেই সরকারের স্থায়ীত্ব নিয়ে সন্দিহান ছিলে মোদী-শাহ জুটি। তাই স্থায়ী সরকার গঠনের লক্ষ্যেই জেজেপি প্রধান দুষ্মন্ত চৌতালার সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। নিশ্চিত করেন তাঁদের সমর্থন নিয়ে বিজেপি-জেজেপি জোট সরকার গড়ার।