মনমোহন সিং তো আসলে পুতুল ছিলেন, আর্থিক মন্দা নিয়ে পাল্টা জবাব বিজেপির
নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পাঁচ শতাংশে নেমে যাওয়ার পরে দেশ দীর্ঘ আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর এই ‘মানব-নির্মিত’ সঙ্কটের জন্য মোদী সরকারকে দায়ী করেন তিনি।
এবার মনমোহন সিংয়ের সমালোচনার জবাব দিল বিজেপি। বিজেপির কটাক্ষ, মনমোহন সিংকে তো হাতের পুতুলের মতো ব্যবহার করা হয়েছে। মোদীর আমলে দেশের আর্থিক ভিত মজবুত।
সোমবার বিজেপির তরফে বলা হয়, মনমোহন সিংয়ের আমলে ভারতের কাঙ্খিত বৃদ্ধির হার ছিল না, কারণ কয়েকজন দুর্নীতিবাজ, স্বজনপোষণকারী মনমোহন সিংকে পুতুল হিসেবে ব্যবহার করেছিল।
বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের দাবি, বিশ্ব মন্দা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের আর্থিক ভিত অনেকটাই মজবুত।
আর্থিক মন্দা নিয়ে মনমোহন সিং বলেছিলেন, বৃদ্ধির হার ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দাঁড়িয়ে আছি। অথচ ভারতের আরও দ্রুত গতিতে উন্নতির সব ক্ষমতা আছে। কিন্তু মোদী সরকারের সব রকম অব্যবস্থাই আজ এই সঙ্কট ডেকে এনেছে। উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধি মাত্র ০.৬ শতাংশের। স্পষ্ট, নোটবন্দির ভুল সিদ্ধান্ত ও তাড়াহুড়োয় রূপায়ণ করা জিএসটির লোকসান থেকে অর্থনীতি বেরোতে পারেনি।
যে মূল্যবৃদ্ধির হার কমা নিয়ে বড়াই করে মোদী সরকার, সেটি কৃষকের আয় কম করে হাসিল করা হয়েছে। গ্রাম সঙ্কটে, আয় কমছে, কৃষক ফসলের দাম পাচ্ছেন না। সরকারকে অনুরোধ, বদলার রাজনীতি ছেড়ে সুস্থ মস্তিষ্কের মানুষের পরামর্শ নেওয়া হোক। অর্থনীতিকে এই মানব-নির্মিত সঙ্কট থেকে বের করা হোক।