Tuesday, March 25, 2025
দেশ

অনুপ্রবেশকারী হঠাতে মণিপুরে তৈরি হবে নাগরিকপঞ্জী, প্রস্তাব পাস রাজ্য বিধানসভায়

গুয়াহাটি: সম্প্রতি অসমে প্রকাশিত নাগরিকপঞ্জী তালিকায় নাম নেই ১৯ লাখ মানুষের। এমন অবস্থায় মণিপুরে এনআরসি চালু করার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। শুধু অসম ও মণিপুর নয় বরং উত্তর পূর্বের আরও কিছু রাজ্যে এনআরসি চান তিনি।

অসমের গুয়াহাটিতে এক সম্মেলনে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী বিরেন সিং সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, রাজ্য নাগরিকপঞ্জী চালু করার জন্য ইতিমধ্যেই একটি প্রস্তাব পাস করেছে মণিপুর বিধানসভা। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে এনআরসি চালু করার বিষয়টি নিয়ে এগোতে চান তাঁরা। মুখ্যমন্ত্রীর দাবি শুধু তিনি নন, তাঁর রাজ্যের অনেকেই চান এনআরসি চালু হোক মণিপুরে।


মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শাসিত কেন্দ্রের পরিষ্কার বার্তাকে তিনি পূর্ণ সমর্থন করেন। তাঁর মতে, ভারতের মাটিতে কেন অবৈধ অভিবাসীরা থাকবেন? এতে সাধারণ ভারতীয়রা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

মুখ্যমন্ত্রী বিরেন সিং আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের কোথাও অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া হবে না। অসমে নাগরিকপঞ্জী তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্ববধানে। একইভাবে মণিপুরেও নাগরিকপঞ্জী চালু করার কথা কেন্দ্রীয় সরকারকে বলা হবে।