ব্যাডমিন্টনের প্যারা ইভেন্টে বিশ্বচ্যাম্পিয়ন হলেন মানসী যোশী
বাসেল: বাসেলে বিশ্ব ব্যাডমিন্টনের প্যারা ইভেন্টের মেয়েদের বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতের মানসী গিরিশচন্দ্র যোশী। রবিবার এসএল-থ্রি ক্যাটাগরির ফাইনালে মুম্বাইয়ের মেয়ে মানসী হারালেন ভারতেরই পারুল পারমারকে। যিনি তিন বার এই ইভেন্টে চ্যাম্পিয়ন ছিলেন।
৩০ বছর বয়সী মানসী ২১-১২, ২১-১৭ হারান পারুলকে। মানসীর এটাই প্রথম বিশ্বখেতাব। গত বছর জাকার্তায় প্যারা এশিয়াডে ব্রোঞ্জ পেয়েছিলেন পথ দুর্ঘটনায় পা হারানো মানসী।
উল্লেখ্য, রবিবার পিভি সিন্ধু প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। সুইজারল্যান্ডের বাসেলে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনি মাত্র ৩৬ মিনিটে ২১-৭, ২১-৭ পয়েন্টে হারালেন জাপানের তারকা খেলোয়াড় নজোমি ওকুহারাকে।
২০১৭ সালে ও ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন সিন্ধু। ২০১৩, ২০১৪ সালে জিতেছিলেন ব্রোঞ্জ। এদিন ছিল তাঁর মায়ের জন্মদিন ছিলো। এই পদক মাকেই উৎসর্গ করেন সিন্ধু।