Monday, March 24, 2025
আন্তর্জাতিক

অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে পোষ্য কুকুরকে বাঁচালেন মালিক, দেখুন ভিডিও

ক্যালিফোর্নিয়া: আগুনে দাউ দাউ করে জ্বলছে গোটা বাড়ি। নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এমন অবস্থায় হঠাৎ জ্বলন্ত আগুনের মধ্যে ছুটে গেলেন এক যুবক। পোষ্য কুকুরটিকে নিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় বের হন তিনি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

জানা গেছে, ওই যুবকের নাম যোসে গ্রুজম্যান। পরিবারের সঙ্গে প্রতিবেশীর বাড়িতে খেতে গিয়েছিলেন তিনি। আচমকা খবর পান, বাড়িতে আগুন লেগেছে। তড়িঘড়ি খাওয়া ফেলেন তিনি দৌড়ে যান বাড়ির দিকে।

ততক্ষণে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে গ্রুজম্যানের বাড়িতে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছেন। আগুন নেভার অপেক্ষা না করেই সোজা জ্বলন্ত বাড়িতে ঢুকে যান গ্রুজম্যান। ঘটনায় হতবাক হয়ে যান উপস্থিত সবাই।

একটু পরেই জ্বলন্ত বাড়ি থেকে কোনওরকমে কুকুরটিকে সঙ্গে নিয়ে ফিরে আসেন গ্রুজম্যান। কুকুরটি বাথরুমের ভিতরে আটকে ছিল। সেখান থেকে উদ্ধার করে পোষ্য পিটবুল কুকুরটিকে নিয়ে আসেন গ্রুজম্যান। পোষ্যকে বাঁচাতে গ্রুজমন্যানের এমন আচরণ দেখে কুর্ণিশ জানাচ্ছেন নেটিজেনরা।