৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বেধড়ক মারধর করে অভিযুক্তকে নগ্ন করে ঘোরানো হল রাস্তায়
নাগপুর: গত বুধবার রাতে হায়দরাবাদে ২৬ বছর বয়সী এক পশু চিকিৎসককে গণধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল গোটা দেশ।এর মধ্যেই ফের লাগাতার দেশের অন্যান্য জায়গা থেকেও আসছে ধর্ষণের খবর। এবার মহারাষ্ট্রের নাগপুরের পার্দি এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে পাকড়াও এক বছর ৩৫ বয়সী এক যুবক।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম জওহর। স্থানীয় এক সমবায় সমিতির ব্যাঙ্কের হয়ে টাকা জোগাড় সংক্রান্ত কাজ করত সে। রোজই ওই শিশুর বাড়ি গিয়ে টাকা নিয়ে আসত সে। রবিবার সন্ধ্যায় ছোট্ট শিশুকে একা পেয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে জওহর। এরপরে ৪ বছরের এক রত্তি শিশুকে ধর্ষণ করতে উদ্যত হয় সে।
Man paraded
naked by people for trying to rape four-
yr-old girl at her house in Pardi area of Nagpur: Police— Press Trust of India (@PTI_News) December 1, 2019
মেয়েটির মা বাড়ি ফিরে এই অবস্থা দেখে চিৎকার করে লোক জড়ো করেন। অভিযুক্তকে ধরে ফেলে এলাকাবাসী বেদম মারধর করেন, দড়ি দিয়ে হাত বেঁধে নগ্ন করে ঘোরানো হয় রাস্তায় রাস্তায়। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং শিশু নির্যাতন ও যৌন অপরাধ (পকসো) আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।