Saturday, June 21, 2025
Latestদেশ

ঘুমন্ত দম্পতি ও শিশুকে খুন, মহিলার মৃতদেহ ও নাবালিকা মেয়েকে ধর্ষণ, ধৃত অভিযুক্ত ‘নাসিরুদ্দিন’

লখনউ: হায়দরাবাদে গণধর্ষণকাণ্ডে উত্তাল গোটা দেশ। এর মধ্যেই সামনে এল আরও একটি লোমহর্ষক-বীভৎস ধর্ষণ-খুনের ঘটনা। ঘুমন্ত দম্পতি ও তাঁদের এক শিশুসন্তানকে নৃশংসভাবে খুনের পর মহিলার মৃতদেহের সঙ্গে যৌনাচার, ছাড় পেল না নাবালিকা মেয়েও। নৃশংস এই খুনের ঘটনায় ৩৮ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নাসিরুদ্দিন। জেরায় ওই ব্যক্তি সব স্বীকার করে নিয়েছেন। নাসিরুদ্দিন জানিয়েছে, ২৪ নভেম্বর রাতে সে প্রথমে ওই দম্পতির বাড়িতে ঢুকে ঘুমিয়ে থাকা ৩০ বছরের ওই মহিলা ও তাঁর ৩৫ বছর বয়সী স্বামীকে খুন করে। তারপর তাঁদের চার মাসের ছেলেকেও খুন করে। এরপর মহিলার মৃতদেহের সঙ্গে সঙ্গম করে, ধর্ষণ তাঁদের ১০ বছরের মেয়েকে। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

নাসিরুদ্দিন

আজমগড়ের পুলিশ সুপার ত্রিবেণী সিং জানিয়েছেন, অভিযুক্ত নাসিরুদ্দিন তিন ঘণ্টা ধরে মহিলার মৃতদেহের সাথে সঙ্গম করে। সেই ঘটনার ভিডিও তুলে রাখে নিজের ফোনে। পরে সে সেই ভিডিও তার শ্যালিকাকে দেখায়। শ্যালিকা এই ভিডিও দেখে আতকে ওঠেন। তিনিই পুলিশকে খবর দেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত একজন যৌনতাসক্ত এবং নারী শবদেহ সঙ্গমকারী। এর আগে সে হরিয়ানা, দিল্লি ও পশ্চিমবঙ্গেও এমন বিকৃত অপরাধ করেছে।