Friday, March 21, 2025
দেশ

করোনা আক্রান্ত হলেন পালঘর কাণ্ডের অন্যতম এক অভিযুক্ত

পালঘর: মহারাষ্ট্রের পালঘরে দুই সাধুকে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত এক অভিযুক্তের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এই রিপোর্ট পাওয়ার পরপরই ২৩ পুলিশকর্মী সহ মোট ৪৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জানা গেছে, গত কয়েকদিন ধরেই অসুস্থবোধ করছিল ওই অভিযুক্ত। করোনা পরীক্ষা করা হলে শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। তাকে জেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জানা গেছে, অভিযুক্তকে যে সেলে রাখা হয়েছিল, সেখানে একসঙ্গে ২০ জন ছিল। সংক্রমণের সন্দেহে ওই সেলের সবাইকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মোট ৪৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, যাঁদের মধ্যে ২৩ জন পুলিশকর্মী বলে খবর। এ ছাড়া আর কোনও সেলে করোনা সংক্রমণ হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল লকডাউনের মধ্যে পালঘরে অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দিতে যাওয়া দুই সাধুকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে একদল মানুষ। মহারাষ্ট্র পুলিশ ও সিআইডি তদন্তের ভিত্তিতে ৫ জন অভিযুক্তকে চিহ্নিত করেছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই ৫ অভিযুক্তের মধ্যেই একজন করোনা আক্রান্ত হলেন।

প্রসঙ্গত, পালঘর হত্যাকাণ্ডে অভিযুক্ত এই ৫ ব্যক্তি ছাড়াও পরে আরও ১১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে ২ জন নাবালক অভিযুক্তও আছে বলে খবর।