Thursday, September 19, 2024
দেশ

৯ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু মামার

জামশেদপুর: ৯ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু হল ২১ বছর বয়সী মামার। ঘটনাটি ঝাড়খণ্ডের সিংভূমের কার্লাজরি গ্রামের। ধর্ষণের শিকার ওই নাবালিকাকে মেডিক্যাল টেস্টের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বাড়িতে একটি রুমের মধ্যে নিজের ৯ বছরের ভাগ্নিকে ২১ বছর বয়সী ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। সেইসময় পাশের রুমে ছিলেন নাবালিকার দিদিমা। নাবালিকার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। তখনই হাতেনাতে ধরে অভিযুক্তকে। তারপর অভিযুক্তকে গ্রামের মানুষ বেধড়ক মারতে থাকে।

গ্রামবাসীদের মারধরের পর রক্তাক্ত ওই যুবককে চাইবাসার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সেখানে মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ জানিয়েছে, নাবালিকাকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।