নাগরিকত্ব আইন নিয়ে বিরোধী দলগুলির বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা
কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে প্রথম থেকেই সবর হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নয়া এই আইনের প্রতিবাদে দেশের অন্য বিরোধী দলগুলির বৈঠকে থাকবে না তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাফ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, CAA নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে। জানা গেছে, বুধবার ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের সময় যেভাবে বামফ্রন্ট এবং কংগ্রেস কর্মীরা আন্দোলনের নামে রাজ্য জুড়ে সহিংসতা ও ভাঙচুর চালিয়েছে, তার প্রতিবাদেই এই বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী।
বুধবার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ২৪ ঘণ্টার বনধ পালন হয়। ওই ধর্মঘট সফল করতে বিক্ষোভকারীরা সহিংসতা চালায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, দফায় দফায় অবরোধ করা হয় রেলপথ ও রাস্তা। ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
জানা গেছে, আগামী ১৩ জানুয়ারি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী CAA-এর বিরোধিতায় দেশের বিরোধী দলগুলির একজোট হওয়ার লক্ষ্য একটি বৈঠক ডেকেছেন। তবে এই বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্তের জন্যে বিরোধীদের কাছে ক্ষমা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, এই বিরোধী বৈঠকে বসার ভাবনাটি আমিই দিয়েছিলাম।