Sunday, March 16, 2025
রাজ্য​

মমতার ‘জয় হিন্দ বাহিনী’কে গুরুত্ব দিতে নারাজ আরএসএস-ভিএইচপি

কলকাতা: পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও ভারতীয় জনতা পার্টির মোকাবিলায় নতুন দু’টি বাহিনী গড়ার কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটিতে এক প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেছিলেন, ‘বঙ্গ জননী বাহিনী’ ও ‘জয় হিন্দ বাহিনী’ গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আরএসএস ও বিজেপির মোকাবিলায় এই দুই বাহিনী। যেখানে তৃণমূলের কর্মীরা কাজ করবেন। রাজ্যের প্রতিটি ব্লকে থাকবে এই বাহিনী।

রবিবার দলনেত্রীর নির্দেশ মেনে সেই জয় হিন্দ বাহিনীর যাত্রা শুরু করে তৃণমূল নেতৃত্ব। মমতার নির্দেশ মেনে একইসঙ্গে মহিলাদের জন্য তৈরি হচ্ছে ‘বঙ্গজননী বাহিনী’। তবে মমতার দুই বাহিনীকে মোটেও গুরুত্ব দিচ্ছে না আরএসএস। বরং আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ মনে করছে এই বাহিনী শেষমেষ সিন্ডিকেট রক্ষী বাহিনীতে পরিণত হবে। তাঁদের অভিমত, একটা ভালো সংগঠন করতে গেলে যেসব নিবেদিত প্রাণ, কর্মী এবং সাধনার প্রয়োজন হয় তা তৃণমূল কংগ্রেসের নেই।

আরএসএসের রাজ্য সম্পাদক জিষ্ণু বসু বলেন, তৃণমূল যে বাহিনীই তৈরি করুক না কেন কয়েক মাস পরে তা সিন্ডিকেট রক্ষী বাহিনী হয়ে যাবে। পয়সা নেওয়া ছাড়া ওই বাহিনীর কোনো কাজ থাকবে না।

অপরদিকে, বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলীয় সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ সিনহার দাবি, তৃণমূলের এই বাহিনী শেষমেশ ‘ঠ্যাঙারে’ বাহিনীতে পরিণত হবে। তিনি আরো বলেন, কংগ্রেসও একসময় সেবা দল গঠন করেছিল। কিন্তু কোথায় গেল সেই সেবা দল? নিয়ম নিষ্ঠা না থাকলে কোন সংগঠন বড় হতে পারে না। হাজার হাজার কার্যকর্তার বহু বছরের সাধনায় সংগঠন তৈরি হয়। সেসব তৃণমূলে কিছুই নেই।