রাজীব কুমার মুখ খুললে, তৃণমূলের অর্ধেক মন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে: বিজয়বর্গীয়
কলকাতা: সিবিআই এবং রাজীব কুমার, দু’পক্ষের সওয়াল শুনে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল বারাসাত আদালত। এদিকে, রাজীব কুমার প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তাঁর দাবি, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করলে যা তথ্য উঠে আসবে, তাতে রাজ্যের অর্ধেক মন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে।
পাশাপাশি, সিবিআই-রাজীব কুমার চাপানউতোর তুঙ্গে। রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, ঠিক সে সময় মোদীর সঙ্গে মমতার সাক্ষাৎ নিয়েও প্রশ্ন তুলেছেন কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, হঠাৎ মমতা মোদীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন! অথচ, এর আগে বারবার কেন্দ্রের বিভিন্ন বৈঠক এড়িয়েছেন উনি। নীতি আয়োগের বৈঠকেও যোগ দেননি। ফলে স্বাভাবিকভাবেই হঠাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার সাক্ষাৎ ঘিরে প্রশ্ন তো উঠবেই।
এরপরই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমার বিশ্বাস, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে যা তথ্য পাবে সিবিআই, তাতে রাজ্যের অর্ধেক মন্ত্রীকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার দিল্লি যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে মমতার সঙ্গে হঠাৎই সাক্ষাৎ হয় মোদীর স্ত্রী যশোদাবেনের সঙ্গে। এই আকস্মিক সাক্ষাতে যশোদাবেনকে বাংলার শাড়ি উপহার দিয়েছেন মমতা। উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রী মোদীর ৬৯ তম জন্মদিন। সেজন্য সকালে টুইটারে শুভেচ্ছাও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানানোর জন্য মমতাকে টুইটারে ধন্যবাদও জানিয়েছেন মোদী।