বেনজির পদক্ষেপ মমতার, তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব হলেন রাজীব কুমার
কলকাতা: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সিআইডির এডিজি পদ থেকে তথ্য প্রযুক্তি দফতরের প্রধান সচিব পদে বসানো হল রাজীব কুমারকে। এই প্রথম তথ্যপ্রযুক্তি দফতরে কোন আইপিএস অফিসারকে সচিব করা হল।
রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব করায় বিভিন্ন মহল থেকে নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজীব কুমার বিধাননগরের কমিশনার থাকাকালীন ফাঁস হয় সারদা চিটফান্ড কেলেঙ্কারি। সেই মামলায় রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলের প্রধান ছিলেন রাজীব কুমার। পরে ওই মামলা যায় সিবিআইয়ের হাতে। মামলায় রাজীব কুমার অসহযোগিতা করছেন বলে অভিযোগ করে সিবিআই।
রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আদালতে। ৩ ফেব্রুয়ারি রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই। এরপরই এর প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে খবর, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজীব কুমারের অভিজ্ঞতা এবং দক্ষতা কাজে লাগাতে চাইছেন মমতা সরকার। ৩৭ দিনের ছুটিতে রাজীব কুমার বর্তমানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বিদেশ থেকে ফিরেই দায়িত্ব গ্রহণ করবেন তিনি।