Monday, November 17, 2025
কলকাতা

‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে মমতার মেজাজ হারানো, বক্তব্য না দিয়ে মঞ্চ ত্যাগ কিসের ইঙ্গিত?

কলকাতা: বিধানসভা ভোটে বিজেপির লক্ষ্য বাংলা বিজয়। সেই লক্ষ্যে ঝাপিয়েছে পুরো গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ সকলেই আসছেন পশ্চিমবঙ্গ সফরে। বাঙালির মন পেতে ইতিমধ্যেই নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস, ঐতিহাসিক হাওড়া-কালকা এক্সপ্রেসের নাম বদলে নেতাজি এক্সপেস করে দিয়েছে মোদী সরকার।

নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল নেত্রী বক্তব্য রাখতে উঠতেই ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। এই স্লোগান শুনে মেজাজ হারান মমতা। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য না রেখেই মঞ্চ থেকে নেমে যান মমতা।

রাগান্বিত মমতা বলেন, এটা কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। তাই সৌজন্যটুকু অন্তত দেখানো উচিত। ডেকে এনে এভাবে অপমান করার কোনও মানে হয় না। তবে বক্তব্য না রেখে মঞ্চ ত্যাগ করলেও পোডিয়াম ত্যাগ করেননি মমতা। অপমানিত হলেও শেষপর্যন্ত পোডিয়ামেই ছিলেন মুখ্যমন্ত্রী।

মমতার পর বক্তব্য রাখতে পোডিয়ামে উঠেন নরেন্দ্র মোদী। তিনি উঠতেই ফের ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ওঠে। মোদী অবশ্য সেই স্লোগানে তাল মেলাননি। তিনি নেতাজির জন্মজয়ন্তীতে এসে নেতাজির তৈরি স্লোগানই ‘জয় হিন্দ’ বলে মঞ্চ মাতিয়ে দেন।

তবে এবারই প্রথম নয়, এর আগেও ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে মেজাজ হারিয়েছিলেন মমতা। সেবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। গাড়ি থেকে নেমে এসে মুখ্যমন্ত্রী বলেন, আয় সামনে আয়। বুকের পাটা থাকলে সামনে এসে বল। পালাচ্ছিস কেন। সামনে আয়। মমতার অভিযোগ, স্লোগান দেবে দিক। সাহস কত, বিজেপির ফেট্টি বেঁধে আমাকে গালিগালাজ করছে, আমার গাড়িতে হামলা চালাচ্ছে!

এরপরেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ভিডিও। ওই ঘটনায় কয়েকজনকে আটক করেছিল পুলিশ। বিজেপির প্রচারে ঘুরে ফিরে আসে এই প্রসঙ্গ। খোদ নরেন্দ্র মোদী ও অমিত শাহ জনসভায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে মঞ্চ মাতিয়ে দেন। অমিত শাহ ঘাটালের মঞ্চে প্রকাশ্যেই জয় শ্রীরাম শ্লোগান তুলে বলেছিলেন, পারলে আমাকৃ গ্রেফতার করুন।

রাজ্যে আসন্ন বিধানসভা ভোট তার আগে ফের মমতার মেজাজ হারানোয় ফের পালে হাওয়া পেল বিজেপি এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। বিজেপির দাবি, ভোটের আগে একের পর নেতার পদত্যাগে দিশেহারা তৃণমূল। পায়ের তলার মাটি হারাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল শিবির তাই মেজাজ হারাচ্ছেন তৃণমূল নেত্রী।