Saturday, June 21, 2025
Latestদেশ

শরণার্থীদের ভালো চান না মমতাদিদি, উনি নিজের ভোটব্যাঙ্ক সামলাচ্ছেন, কড়া আক্রমণ অমিতের

যোধপুর: প্রথম থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে কড়া আক্রমণ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার যোধপুরের জনসভায় সিএএ ইস্যুতে মমতাকে টার্গেট করলেন অমিত শাহ।

মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে অমিত শাহ বলেন, মমতাদিদিকে জিজ্ঞেস করতে চাই, শরণার্থীরা আপনার কী ক্ষতি করেছে? কেন আপনি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন? বাংলার শরণার্থী ভাই-বোনদের বলছি, আপনারা নির্যাতিত হয়ে এখানে এসেছেন। এখানে আপনারা কোনওভাবেই প্রতারিত হবেন না। সম্মানের সঙ্গে আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। মমতাদিদিকে ভয় পাবেন না। মমতাদিদি আপনাদের ভালো চান না, উনি ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন।

অমিত শাহ বলেন, ৫ জানুয়ারি থেকে দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে সিএএ নিয়ে সাধারণ মানুষকে বোঝানো হবে। যখন এই আইন সম্পর্কে সকলে বুঝে যাবেন, তখন বুঝবেন, কতটা ভুল বুঝিয়েছে বিরোধীরা। ৮৮৬৬২৮৮৬৬২ নম্বরে ডায়াল করে মোদীজিকে সমর্থন করুন। এই নম্বরে ডায়াল করে বিরোধীদের জবাব দিন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, এই আইন শুধু নির্যাতিত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য আনা হয়েছে। সিএএ নিয়ে মিথ্যে গুজব ছড়াবেন না। অমিত শাহ আরও বলেন, সিএএ কোনওভাবেই সংবিধানের ১৪ নম্বর ধারা লঙ্ঘন করছে না, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হচ্ছে না এই আইনে। শরণার্থীরা আমাদের ভাই-বোন, তাঁদের সম্মান দেওয়া হচ্ছে। বঞ্চিত মুসলমানদেরও নাগরিকত্ব দেওয়া হয়েছে।