Tuesday, November 18, 2025
রাজ্য​

মুখ্যমন্ত্রীর কথা শুনে হাউ হাউ করে কেঁদে ফেললেন সুব্রত বক্সি

কলকাতা: শুক্রবার দলীয় সাংসদ-মন্ত্রী-বিধায়ক ও বিভিন্ন জেলার সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের বৈঠক থেকে নাম না করে শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিদ্রোহীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ভোট এলেই এজেন্সি দিয়ে ভয় দেখায়। এবারও সেটাই করছে। যাঁদের বুকের পাটা আছে, সাহস করে আমার সঙ্গে থাকতে চান, তাঁরা আমার সঙ্গে থাকুন। আর যাঁরা লুঠেরাদের সঙ্গে যেতে চান, তাঁরা চলে যান। ট্রাম্পের মতো অহংকারীদের পতন হবে।

আক্ষেপের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর পদ নেওয়ার জন্য অনেকেই আমার মৃত্যুকামনা করছেন। কিন্তু মৃত্যু তো আমার হাতে নেই, সেটা তো ভগবানের হাতে। এটা শোনা মাত্র আবেগে কেঁদে ফেলেন দলের সংগঠক নেতা সুব্রত বক্সী (Subrata Bakshi)। সুব্রত বক্সি বলেন, না, দিদি আপনি বাঁচুন। আপনি বাঁচলে বাংলা বাঁচবে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।