Tuesday, March 25, 2025
রাজ্য​

পথ হারিয়ে মাঝ আকাশে ৩৩ মিনিট চক্কর কাটল মমতার কপ্টার

চোপড়া: বিভ্রাটের ‘শিকার’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। চোপড়ার জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিপত্তি ঘটে মুখ্যমন্ত্রীর কপ্টারে। রাস্তা হারিয়ে ফেলেন কপ্টারের চালক। যে কারণে প্রায় ৩৩ মিনিট আকাশ চক্কর কাটে কপ্টারটি। চোপড়ার সভায় পৌঁছেই নিজেই একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শিলিগুড়ি থেকে চোপড়া ২২ মিনিটের পথ। কিন্তু সেই ২২ মিনিটের পথ পৌঁছতে সময় লাগে ৫৫ মিনিট। প্রায় ৩৩ মিনিট আকাশে চক্কর কাটে মমতার কপ্টার। এই ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, চোপড়ার পশ্চিমদিকে নেপালের এয়ারস্পেস, পূর্বদিকে বাংলাদেশের এয়ারস্পেস। তাই এক্ষেত্রে রাস্তা হারিয়ে অন্য দেশের আকাশসীমানায় মুখ্যমন্ত্রীর কপ্টারের ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যথেষ্ট আশঙ্কা ছিল।