শাহরুখকে ‘প্রিয় ভাই’ বলে সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
কলকাতা: শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে ‘আমার প্রিয় ভাই’ বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা। পাশাপাশি, টুইট বার্তায় দিদির মতোই আশীর্বাদ জানান তিনি, #HappyBirthdayShahRukhKhan লিখে।
টুইটে শাহরুখের হাতে রাখি বাঁধার ছবিও পোস্ট করে মমতা লিখেছেন, জন্মদিনের অনেক অভিনন্দন শাহরুখ। তোমার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করি। জীবনে আরও অনেক উন্নতি কর। তোমাকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে পেয়ে আমরা গর্বিত। তোমার ছবি যেন ভবিষ্যতেও আমাদের মন জয় করে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯ এ দেখা হবে।
Warmest birthday greetings, Shah Rukh @iamsrk. Wish you good health and all the success in life, my charming brother. We are proud to have you as Brand Ambassador of #Bangla. Keep entertaining us with your films. See you at 25th #Kolkata International Film Festival #KIFF2019 pic.twitter.com/T9puUys6pl
— Mamata Banerjee (@MamataOfficial) November 1, 2019
বরাবরই মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক শাহরুখের। দিদির থেকে আমন্ত্রণ পেয়ে তিনি কয়েক বছর ধরে উপস্থিত থাকছেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে মমতা আজ তাঁকে আগাম আমন্ত্রণ জানালেন ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার জন্যে।
জানা গেছে, আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে চলা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহরুখ খান ছাড়াও সম্ভবত উপস্থিত থাকবেন অমিতাভ-জয়া বচ্চন, কাজল সহ একাধিক বলিউড তারকা। থালি গার্ল হচ্ছেন টলি স্টার শ্রাবন্তী। উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।