মুসলিমদের অন্তর্ভুক্তি করলেই নাগরিকত্ব বিল সমর্থন করবেন মমতা: বিজেপি নেতা
গুয়াহাটি: এনআরসি প্রতিবাদে সবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার তিনি রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন, বাংলায় এনআরসি করা হবে না। বাংলায় কোনও ডিটেনিশন ক্যাম্প করা হবে না। এনআরসি ইস্যুতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন অসমের মন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা।
নাগরিকত্ব সংশোধনী বিল ও ডিটেনশন ক্যাম্প নিয়ে মমতার বিরোধিতা প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যদি নাগরকিত্ব সংশোধনী বিল পাস না হয়, তবে ডিটেনশন ক্যাম্প থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় কী চান, তা সবার সামনে স্পষ্ট করা উচিৎ। আসলে উনি কী বলতে চান, সে নিয়ে দ্বিধায় রয়েছেন।
তিনি বলেন, মমতা আসলে বলতে চান- আমি নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করব, যদি মুসলিমদের অন্তর্ভুক্তি করা হয়। হিমন্ত বিশ্ব শর্মার বলেন, আমরা চাই উনি এটা প্রকাশ্যে বলুন। কেন ঘুরিয়ে একথা বলছেন? আমি ডিটেনশন ক্যাম্পও চাই না, নাগরিকত্ব সংশোধনী বিলও চাই না, দুটো এক হয় কখনও? উনি অযৌক্তিক কথা বলছেন।
#WATCH Assam Minister Himanta Biswa Sarma says, “If you don’t like Citizenship Amendment Bill (CAB) then there will be detention camps. Mamata Banerjee actually wants to say that I will support CAB if Muslims are also included. We want her to say this openly.” pic.twitter.com/H8xwBFSNFJ
— ANI (@ANI) October 23, 2019
বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে গেলে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের জন্য ডিটেনশন ক্যাম্প বন্ধ করে দেওয়া হবে। প্রসঙ্গত, এনআরসির আতঙ্কের জেরে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এই পরিস্থিতিতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, বাংলায় এনআরসি হতে দেব না। আমি আপনাদের পাহারাদার। একটা মানুষকেও বাংলা থেকে যেতে দেব না।