Saturday, June 21, 2025
Latestরাজ্য​

২১-এর বিধানসভা ভোটে তৃণমূল ২৩০টি আসন পাবে, ফের মুখ্যমন্ত্রী হবেন মমতাই: অনুব্রত

বীরভূম: ২০২১ বিধানসভা ভোটে রাজ্যে ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। বীরভূমের মহম্মদ বাজারে তৃণমূল আয়োজিত কর্মীসভায় এমনটাই দাবি করলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, যদি কলম থাকে, তাহলে লিখে রাখুন, আগামী বিধানসভা ভোটে তৃণমূল ২৩০টি আসনে জিতে পশ্চিমবঙ্গে ফের সরকার গঠন করবে। আর ফের মুখ্যমন্ত্রীর আসনে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

পাশাপাশি, এদিন অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে মহম্মদ বাজারের আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের রাজ্যধরপুর এলাকা থেকে ২০০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। বিজয়া সম্মিলনীতে বিজেপি ছেড়ে প্রায় ৩০০ টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছে বলেও দাবি করা হয়।

জানা গিয়েছে, মহম্মদ বাজার পঞ্চায়েতের বিজেপি যুব মোর্চার নেতা বিজয় ভাস্কর তৃণমূলে যোগদান করেছেন। তাঁর সঙ্গে বিজেপির প্রায় ১০০ কর্মী তৃণমূলে যোগদান করেছেন। অনুব্রত মণ্ডলের হাত থেকে বিজয় ভাস্কর তৃণমূলের পতাকা তুলে নেন।

অনুব্রত মণ্ডলের সাফ হুঁশিয়ারি, সাধারণ মানুষের কাছে ঘুষ চাইলে বেঁধে পেটানোয়। এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলার দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিং। এছাড়াও হাজির ছিলেন জেলা সভাপতিপতি বিকাশ রায় চৌধুরী, জেলা তৃণমূলের সহসভাপতি অভিজিৎ সিংহ এবং মলয় মুখোপাধ্যায়।