Thursday, November 13, 2025
রাজ্য​

দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আজ অক্সফোর্ডের বিতর্কসভায় বক্তা মমতা

কলকাতা: ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আজ, বুধবার, ‘দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট’ (The Oxford Union Debate) -এ বক্তব্য পেশ করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করোনার জেরে ভার্চুয়াল মাধ্যমে এই বিতর্ক সভায় যোগদান করবেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ডের পড়ুয়াদের সামনে তাঁর একাধিক প্রকল্প- ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘কৃষক বন্ধু’, ‘দুয়ারে বাংলা’র কথা তুলে ধরবেন তিনি।

গত জুলাইয়ে অক্সফোর্ড ইউনিয়নের এই বিতর্কসভায় যোগ দেওয়ার আমন্ত্রণ পান মুখ্যমন্ত্রী। তাতে সম্মতি জানিয়েছেন তিনি। বুধবার, ভারতীয় সময় বিকাল ৫টা নাগাদ এই বিতর্কসভায় অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কসভায় অক্সফোর্ডের পড়ুয়াদের একাধিক প্রশ্নের জবাব দেবেন তিনি।

জানা গিয়েছে, ইতিমধ্যে অক্সফোর্ডের পড়ুয়ারা মুখ্যমন্ত্রীর জন্য প্রশ্ন তৈরি করে ফেলেছেন। অনলাইনে ৬০০-র কাছাকাছি প্রশ্ন জমা পড়েছে। তার মধ্যে থেকে নির্বাচিত কিছু প্রশ্ন তুলে ধরা হবে মুখ্যমন্ত্রীর কাছে। তার ভিত্তিতে জবাব দেবেন তিনি।

এদিকে, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে এই বিতর্কসভায় যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন এবং রোনাল্ড রেগান থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্গারেট থ্যাচার, নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন থেকে আধ্যাত্মিক গুরু দলাই লামা বক্তা হিসেবে অক্সফোর্ডের বিতর্কসভায় যোগ দিয়েছেন। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রীর নাম।