মরে গেলেও বাংলায় এনআরসি করতে দেব না: মমতা
কলকাতা: এনআরসির প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অসমের ন্যায় বাংলায় এনআরসি চালু হবে না, হতে দেব না। পশ্চিমবঙ্গের মানুষ মানে না এনআরসি। বিজেপি যতই লাফালাফি করুক না কেন, বাংলার মানুষ বিজেপির কথায় এখানে এনআরসি হতে দেবে না।
এদিন মিছিলে তৃণমূলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী, মেয়র ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদকারীদের কণ্ঠে ছিল বলিষ্ঠ উচ্চারণ- পশ্চিমবঙ্গে এনআরসি হবে না, হতে দেব না। এনআরসি মানি না মানব না। জয় হিন্দ, জয় বাংলা।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বলছে ২ কোটি মানুষের নাম বাদ দেবে, আমি বলছি ২ জনের গায়ে একবার হাত দিয়ে দেখান? এত সস্তা নয়। লাখ লাখ পুলিশ দিয়ে অসমের মানুষের মুখ বন্ধ করা যাবে কিন্তু বাংলার মানুষের মুখ বন্ধ করা যাবে না।
তৃণমূল নেত্রী আরও বলেন, অসমে যাদের নাম বাদ গেছে, তাদের জন্য কারাগার তৈরি করছে। তাদের সবাইকে কারাগারে রেখে দেবে কিন্তু বাংলায় আমি যতদিন বেঁচে থাকব, বিজেপির ক্ষমতা থাকলে এনআরসি করে দেখাক। আমি আমি মরে গেলেও আমার দল রাজ্যে এনআরসি চালু করতে দেবে না।