বিচ্ছিন্নতাবাদীদের ভাষায় কথা বলছেন মমতা, তীব্র আক্রমণ দিলীপ ঘোষের
কলকাতা: নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এক ভিডিও বার্তায় দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের ভাষায় কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূলের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সদ্য পাশ হওয়া নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে গণভোট নেওয়া হোক। এ নিয়ে সরব হন বিজেপি নেতৃত্ব। চাপের মুখে পড়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, গণভোট নেওয়ার কথা আমি বলিনি। আমি বলেছি ওপিনিয়ন পোল করতে। আমি বলেছি, রাষ্ট্রপুঞ্জ, মানবাধিকার কমিশনের কথা, কারণ ওরা নিরপেক্ষ সংস্থা।
এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, আপনি সংবিধানের নামে শপথ নিয়েছেন। বলেছেন , এখানকার নিয়ম মেনে কাজ করবেন। কিন্তু ভারতের সার্বভৌমত্বকে কীভাবে চ্যালেঞ্জ করতে পারেন? দিলীপবাবুর অভিযোগ, জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষায় কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথায় কথায় কাশ্মীর নিয়ে তারা গণভোট চান।
নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA 2019) বিরুদ্ধে মমতা ব্যানার্জীর ইউএনকে দিয়ে গণভোট করানোর প্রসঙ্গে মাননীয় রাজ্য সভাপতি শ্রী @DilipGhoshBJP এর কড়া জবাব। pic.twitter.com/A8He7lkNo8
— BJP Bengal (@BJP4Bengal) December 21, 2019
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে দেশদ্রোহিতা বলে দাবি করেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি সভাপতির কথায়, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে দেশের অখন্ডতাকেই চ্যালেঞ্জ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।