Sunday, June 22, 2025
Latestদেশ

জয়েন্ট এন্ট্রান্স ইস্যুতে মিথ্যে বলছেন মমতা, সত্যিটা প্রকাশিত হয়েছে, ক্ষমা চান: বিজয় রূপানি

নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষার প্রশ্নপত্র হিন্দি, ইংরেজির পাশাপাশি গুজরাটি ভাষার অন্তর্ভুক্তি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, প্রিয় বিভাজক দিদি, আপনার রাজ্যের মানুষ উন্নয়ন চায়। এই ধরনের বিভাজক অবস্থান চায় না। এবার যখন সত্যিটা প্রকাশিত হয়েছে আপনার উচিত মিথ্যে বলার জন্য ক্ষমা চাওয়া।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে প্রশ্ন তোলেন, কেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হিন্দি, ইংরেজি ও গুজরাটি ভাষাতেই কেবল নেওয়া হবে। ওই পরীক্ষায় বাংলা সহ অন্যান্য সকল আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্রের দাবি জানান তৃণমূল সুপ্রিমো।

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ভারত আমাদের দেশ। বহু ধর্ম, সংস্কৃতি, ভাষা, সম্প্রদায়ের দেশ এটি। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বহুদিন ধরেই ইংরেজি ও হিন্দি ভাষাতেই প্রশ্নপত্র করা হচ্ছে। তেবে এবার গুজরাটি ভাষাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধরনের পদক্ষেপ মোটেই প্রশংসনীয় নয়।

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির উত্তরে এক বিবৃতি দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। তাঁরা জানিয়েছে, হিন্দি ও ইংরেজির পর কেন গুজরাটিকে অন্তর্ভুক্ত করা হল। তাদের বক্তব্য হল, গুজরাটই একমাত্র রাজ্য, যারা তাদের ভাষাকে জয়েন্ট এন্ট্রান্সের অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিল।