মমতার উপস্থিতিতেই প্রশাসনিক সভায় চারবার বিদ্যুৎ বিভ্রাট
কলকাতা: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক সভায় বিদ্যুৎ বিভ্রাট ঘিরে চরম ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থল থেকেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, আমি থাকতেই যদি চারবার বিদ্যুৎ বিভ্রাট ঘটে ,তবে সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা কতবার হতে পারে! মমতা বলেন, আমি জানতে চাই গোটা রাজ্যে বিদ্যুৎ বণ্টনের কী অবস্থা। তিন দিনের মধ্যে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, চারদিনের সফরে মুখ্যমন্ত্রী সোমবার কোচবিহারে যান। সেখানে মঙ্গলবার একাধিক প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। বেলা দুটো পর্যন্ত কোচবিহারেই ছিলেন তিনি। কোচবিহার থেকে ডুর্য়াসে যান মুখ্যমন্ত্রী। রাতে ডুয়ার্সের মেটেলির একটি টুরিষ্ট কমপ্লেক্সে ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী থাকাকালীন ৪ বার লোডশেডিং হয়। ঘটনায় বেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
এদিকে, কার্শিয়াংয়ে আরও একটি সভায় বিদ্যুৎ বিভ্রাট ঘিরে সমস্যায় পরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই খবরও কানে যায় মুখ্যমন্ত্রীর। বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা। এরপর বুধবার ডুয়ার্সের সভায় একজন স্থানীয় শিল্পদ্য়োগী বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন তোলায় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। রীতিমত ধমকের সুরে তিনি বলেন, সরকার থেকে এত টাকা ভর্তুকি দেওয়ার পরও কেন বিদ্যুৎ বণ্টন কোম্পানি ঠিকমতো কাজ করছে না? দেখভালের কাজ ঠিকমতো হচ্ছে না। কাজে অবহেলা হচ্ছে। না হলে এসব হতে পারে না। সমস্ত বিষয় আমি জানতে চাই।
সূত্রের খবর, এবারের উত্তরবঙ্গ সফরের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগ জমা পড়েছে।