মন্দিরে ঢোকার আগে নিজেকে হিন্দু প্রমাণ করার চেয়ে আমার মরে যাওয়াই ভালো: মমতা
কলকাতা: মহাপ্রভু শ্রীচৈতন্যর মিউজিয়াম উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিজেপির নাম উল্লেখ না করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হিন্দু মন্দিরে প্রবেশের আগে যদি আমাকে আমার ধর্ম প্রমাণ করতে হয় তার চেয়ে মরে যাওয়াই আমার পক্ষে ভালো। তুমি এমন কেউই নও যার কাছে আমাকে আমার ধর্ম প্রমাণ করতে হবে!
দুর্গাপুজো কমিটিগুলোকে আয়কর বিভাগের নোটিশ দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল মঙ্গলবার একদিনব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে। বিজেপির এই সিদ্ধান্তকেই আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা। মুখ্যমন্ত্রী বলেন, যারা আমার সমালোচনা করে এবং আমার ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলে তাদের চেয়ে আমি সংস্কৃত ধর্মগ্রন্থ বেশি জানি। আমি একজন হিন্দু এবং আমি সমস্ত ধর্মকে সম্মান করি। আমি ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করাতে বিশ্বাস করি না।
বিজেপি বারবারই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যে সংখ্যালঘু ভোট সুরক্ষিত করতে মুসলিম তোষণের অভিযোগ এনেছে। তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে দুর্গাপুজো বন্ধ করার তোড়জোর করছে বলেও অভিযোগ করেছে বিজেপি। বিজেপির সেই অভিযোগের পাল্টা মমতা বলেন, কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দলটি নিজেরা কী কী কাজ করেছে সেই দিকে বরং নজর দেওয়া ভালো।
মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূলের শাসনামলে রাজ্যে আরো বেশি করে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জ্ঞান দেওয়ার আগে বিজেপির উচিৎ ক্ষমতায় আসার পরে ওরা যেসব কাজ করেছে তা খতিয়ে দেখা।
বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের আট বছরের সরকার যে যে ধর্মীয় কাজ করেছে এবং পূর্ববর্তী সরকার যে যে কাজ করেছে তার তুলনা করতে। আমরা মানবতায় বিশ্বাসী এবং ধর্ম মানেই মানবতা। এটি আমাদের প্রতিটি মানুষকে ভালবাসতে এবং শ্রদ্ধা করতে শেখায়। ধর্ম আমাদেরকে মানুষে মানুষে বিভাজন করতে শেখায় না।