আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি হতে দেব না, গুজবে কান দেবেন না: মমতা
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠকের পর কলকাতায় ফিরেই এনআরসির প্রতিবাদে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে বেরোবার মুখে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় উস্কানিমূলক মন্তব্য প্রচার করা হচ্ছে। কিন্তু বাংলার সকল মানুষ নিশ্চিত থাকুন, এখানে এনআরসি হবে না। আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি হতে দেব না, গুজবে কান দেবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এনআরসি করতে গেলে রাজ্য সরকারেরও মতামত লাগে। পশ্চিমবঙ্গে তো আমরা সরকারে রয়েছি। আপনারা ভয় পাবেন না। আমি যখন বলছি, তখন এনআরসি হবে না, হবে না, হবে না। বাংলায় এনআরসি করতে দেব না। আপনাদের কারও গায়ে হাত দিতে গেলে প্রথমে মমতার গায়ে হাত দিতে হবে। আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকব।
এনআরসি নিয়ে এদিন মুখ্যমন্ত্রীর ক্ষিপ্ত হয়ে ওঠার পেছনে কারণ হল, রাজ্যে প্রথম এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন উত্তরবঙ্গের এক যুবক। শুক্রবার সকালে ময়নাগুড়ি রেলগেটের কাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার খরা হয় অন্নদা রায়ের দেহ। তাঁর পরিবারের অভিযোগ, এনআরসি আতঙ্কে দিন কাটাচ্ছিলেন তিনি। রাজ্যে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও রাজ্যের বহু মানুষ বর্তমানে এনআরসি আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এনআরসি আতঙ্কে মৃত্যুর খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতেই তিনি এদিন মৃত ব্যক্তিদের পরিবারের জন্যে দু লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, বিজেপি তাঁদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যেই এনআরসির কথা প্রচার করছে। তবে মমতার সাফ কথা, রাজ্যের কারও গায়ে হাত দিতে হলে আগে তাঁর গায়ে হাত দিতে হবে। বাংলা ছেড়ে একজনকেও যেতে হবে না।