Tuesday, March 25, 2025
রাজ্য​

‘মমতা যদি এত সংখ্যালঘু তোষণ না করতেন, তাহলে BJP-RSS বিস্তারলাভ করতো না’

কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি ও আরএসএসের বাড়বাড়ন্তের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর দাবি, মমতা যদি ‘এত সংখ্যালঘু তোষণ’ না করতেন, তাহলে বঙ্গে বিস্তারলাভ করতে পারত না বিজেপি। উল্লেখ্য, লোকসভা ভোটে গোটা দেশে ভালো ফল সহ বাংলায় ১৮টি আসন জেতার পর থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। সেই প্রসঙ্গ তুলে ধরে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, যিনি এক সময়ে বিরোধী দলের নেতাদের ভাঙিয়ে নিয়ে যেতেন, এখন তাঁরই নিজের অস্তিত্ত্ব রক্ষা কঠিন হয়ে পড়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী ঐক্য ‘দূর্বল’ করার অভিযোগ করেন সোমেন মিত্র। তাঁর মতে, মমতার দূর্বলতাকেই  হাতিয়ার করে লোকসভা নির্বাচনে বিজেপি জয় হাসিল করছে। বাংলায় অবিজেপি শিবিরের মধ্যে আলাদা লড়েছিল তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস।

লোকসভা নির্বাচনে রাজ্যের ২২ আসন জয়লাভ করেছে তৃণমূল, অন্যদিকে ১৮টি আসনে পাপড়ি মেলেছে পদ্ম। ২০১৪ লোকসভা নির্বাচনে কংগ্রেস এ রাজ্যে চারটি আসন পেয়েছিলো, এবার তা কমে দাঁড়িয়েছে ২। অন্যদিকে, তিন দশকেরও বেশি সময় ধরে বাংলায় ক্ষমতায় থাকা সিপিআইএম এবারের লোকসভা নির্বাচনে আসন সংখ্যা শূন্য।

লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করায় দারুণ উজ্জেবিত বিজেপি। ২০২১ বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যূত করার ডাক দিয়েছে গেরুয়া শিবির। সোমেন মিত্র বলেন, বাংলায় বিজেপি ও আরএসএসের উত্থানের জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যদি প্রচণ্ডরকম ভাবে সংখ্যালঘু তোষণ না করতেন, তাহলে বিজেপির বাড়বাড়ন্ত হত না। তাঁর কথায়, তাঁর, বিরোধীদের শেষ করা, বিরোধী দলের নেতা ও প্রতিনিধিদের ভাঙানোর নীতিই বিজেপির উত্থান ঘটিয়েছে। এখন এ নিয়ে তাঁর আপত্তি করার কোনো অধিকার নেই।