অমিত শাহের সঙ্গে বৈঠকে এনআরসি নিয়ে আলোচনা হয়েছে: মমতা
নয়াদিল্লি: নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে অসমের এনআরসি নিয়ে আলোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, অনেক আসল ভোটার বাদ পড়েছে। অসমের এনআরসি তালিকা থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তৃণমূল সুপ্রিমো বলেন, বাংলায় এনআরসির কোনও দরকার নেই।
সংবাদসংস্থা এএনআই মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে জানিয়েছে, আমি অমিত শাহকে চিঠি দিয়ে জানিয়েছি, অসমের এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখ লোকের মধ্যে অনেকেই হিন্দিভাষী, বাংলাভাষী এবং স্থানীয় অসমীয়া রয়েছেন। তালিকা থেকে বাদ পড়েছে বহু হিন্দু, মুসলিম ও গোর্খার নাম। এটা ঠিক নয়। যাঁরা প্রকৃত ভারতীয় তাঁদের নাম যেন তালিকায় থাকে সেজন্য অমিত শাহকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এর আগে গতকাল বুধবারই অমিত শাহ সারাদেশে এনআরসি চালু করা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, জনগণ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে দেশব্যাপী এনআরসি বাস্তবায়নের পক্ষে অনুমোদন দিয়েছে। যেহেতু তিনি প্রতিটি প্রাক-নির্বাচনী সমাবেশে এনআরসি চালুর বিষয়ে সওয়াল করে বক্তব্য রেখেছিলেন, সেই পরিপ্রেক্ষিতেই তিনি এই দাবি করেন।
বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অমিত শাহ পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার বিষয়ে তাঁকে কিছু বলেননি। তবে আমি ইতিমধ্যে আমার অবস্থান পরিষ্কার করে দিয়ে বলেছি বাংলায় এনআরসি চালুর কোনও দরকার নেই।