বন্দুক কোনও সমস্যা সমাধান করতে পারে না, কাশ্মীর নিয়ে কেন্দ্রকে খোঁচা মমতার
কলকাতা: শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় বাজপেয়ীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রেলমন্ত্রী হিসাবে গুরুদায়িত্ব পালন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রয়াত নেতার বাণী উদ্ধৃত করে কেন্দ্রের প্রতি দিয়ে বার্তা টুইট করেছেন মমতা। কাশ্মীর সমস্যার সমাধানে নরেন্দ্র মোদী সরকারের নীতিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধাঞ্জলি আমার। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে আসুন আমরা তাঁর কথাই স্মরণ করি। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, ”বন্দুক কোনও সমস্যা সমাধান করতে পারে না। বরং ইনসানিয়াৎ অর্থাৎ মানবতাবাদ, জামুরিয়াৎ অর্থাৎ গণতন্ত্র এবং কাশ্মীরিয়াৎ অর্থাৎ কাশ্মীরের সংস্কৃতি এই তিনটি বিষয়কে মনে রেখে কোনও সমস্যার সমাধান করা সম্ভব।”
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রণাম জানাই।আজকের দিনে তাঁর কিছু কথা মনে পড়ে –
“বন্দুক দিয়ে কোনো সমস্যার সমাধান হয়না।সমস্যার সমাধান ইনসানিয়াত, জামহুরিয়াত ও কাশ্মীরীয়াত এই তিনটি নীতি দ্বারা সম্ভব।”
— Mamata Banerjee (@MamataOfficial) August 16, 2019
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তাঁর কাশ্মীর নীতি এই তিনটি নীতির উপর ভিত্তি করেই তৈরি করেছিলেন। বাজপেয়ীর “ইনসানিয়াৎ অর্থাৎ মানবতাবাদ, জামুরিয়াৎ অর্থাৎ গণতন্ত্র এবং কাশ্মীরিয়াৎ অর্থাৎ কাশ্মীরের সংস্কৃতি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সংসদে ৩০৭ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে মোদী সরকার।