Thursday, June 19, 2025
Latestরাজ্য​

ধর্মতলায় সিএএ-এনআরসি বিরোধী বিরোধী ধর্নায় বসলেন মমতা

কলকাতা: রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সেরেই ধর্মতলায় সিএএ ও এনআরসি বিরোধী ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চে গিয়ে প্রধানমন্ত্রীর বেলুড় মঠে রাত্রিবাসকে কটাক্ষ করেন মমতা। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, কেউ হঠাত্‍ ছুটে যায় বেলুড় মঠে। আমরা বিবেকানন্দের সঙ্গেই থাকি।

রানি রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চ দিনভরই ছিল নিষ্প্রভ। মমতা যেতেই চাঙ্গা হয় মঞ্চ। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা থেকেই শুরু হয়েছিল এনআরসি বিরোধিতা। আমি শেষ দিন পর্যন্ত এনআরসির বিরোধিতা করেই যাব। আমি পড়ুয়াদের আমার সমর্থন জানাচ্ছি। একসাথে লড়াই করুন। কেন্দ্রীয় সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে, তা কাগজে কলমেই থাকবে, আমরা কার্যকর করব না।


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে গোটা দেশের পাশে আছে বাংলা। সিএএ অসাংবিধানিক। কেন্দ্রের ঘুম ভাঙাবে মানুষ। আমরা বেলুড় মঠের সঙ্গে আছি। পড়ুয়ারা আমাদের গর্ব। শেষ পর্যন্ত লড়াই করব। বাংলার মানুষ সিএএ এনআরসি মেনে নেবে না। আমরা সিএএ ও এনআরসি লাগু করব না। জেগে ঘুমোচ্ছে কেন্দ্র।

রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ২২ মিনিট ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের কাছে রাজ্যের প্রায় ৩৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। সেই বকেয়া টাকা দাবি করেছেন তিনি। পাশাপাশি, সিএএ ও এনআরসি নিয়ে ফের একবার ভেবে দেখার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।