Saturday, April 20, 2024
দেশ

মমতাকে মাথার চিকিৎসা করানোর পরামর্শ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা: ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে ‘তাচ্ছিল্য’ করায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উল্টো খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ‘‘তাঁর কথাবার্তা থেকে পরিষ্কার তিনি হতাশ হয়ে পড়েছেন। সংবিধান ছোট বড় সব রাজ্যের নির্বাচনকে সমান গুরুত্ব দিয়েছে। আমার উচ্চতা যদি ছয় ফুট তিন ইঞ্চি হয় আর অন্য জনের উচ্চতা যদি পাঁচ ফুট হয় তাহলে কি সে মানুষ নয়? মমতা দিদির উচিৎ প্রথমে মন্দিরে যাওয়া তারপরে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখানো। সেখানে গিয়ে মাথার চিকিৎসা করানো উচিত।’’

বুধবার আগরতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, মমতা দিদি মানসিক অবসাদে ভুগছেন। তাই মমতা দিদির উচিৎ প্রথমে মন্দিরে যাওয়া তারপরে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখানো। সেখানে গিয়ে মাথার চিকিৎসা করানো উচিৎ। এ সময় রাজ্যের আরও কিছু বিষয়াদি নিয়ে কথা বলেন তিনি।

বিজেপির জয়কে ‘তাচ্ছিল্য’ করে গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই জয় নিয়ে এতো আহ্লাদের কিছু নেই। এটি পুরনিগম (একটি পৌরসভা নির্বাচন) জয়ের মতোই নেহাৎ।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের মহাসচিব জানিয়েছেন, খবরের প্রথম পাতায় জায়গা পেতেই অনেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্পর্কে যা খুশি তাই বলে। তিনি অভিযোগ করেন, ‘‘পাবলিসিটি পাওয়ার জন্য অনেকে অনেক কিছু বলে। মমতাকে গালমন্দ করলে খবরের প্রথম পাতায় সেটি ছাপা হবে বলেও মন্তব্য করেন তিনি।’’