Tuesday, March 25, 2025
Latestরাজ্য​

ভোটে জিততে ১৫০ মানুষ খুন করেছে মমতা, বিস্ফোরক মদন মিত্র

কলকাতা: লড়াই করে সামান্য অটো ইউনিয়নের নেতা থেকে তিনি উঠে এসেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী হিসাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কেই জীবনের ধ্রুব সত্য মেনে এসেছেন তিনি। কিন্তু মমতার সব লড়াইয়ের সঙ্গী সেই মদন মিত্রই আজ বিস্ফোরক তাঁর দল নেত্রীর বিরুদ্ধে। এবার মমতার বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র।

তৃণমূল নেতা মদন মিত্র বলেন, তৃণমূল নির্বাচনে জেতার মরিয়া চেষ্টা করেছে। আর সেটা করতে গিয়ে তারা ১৫০ লোক খুন করেছে। এমনকি নানাভাবে প্রশাসনকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে।

রিপাবলিক টিভি স্টিং অপারেশনে (যার সত্যতা যাচাই করেনি কলকাতা ট্রিবিউন ডট ইন) মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন মদন মিত্র। জাতীয় স্তরে ওই বেসরকারি টিভি চ্যানেলের স্টিং অপারেশনের ফুটেজ প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নয়া বিতর্ক। মদন মিত্র বলেন, পুলিশ প্রশাসনই এখন তৃণমূল দলটা চালাচ্ছে।

মমতা বন্দোপাধ্যায়কে নির্দিষ্ট করে মদন মিত্র বলেন, হেরে যাওয়ার ভয়ে মমতা একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে। মদন মিত্র বলেন, আমি ভবানীপুরে রামকথা শুরু করতে চেয়েছিলাম। কিন্তু পরে পার্টির বিরোধিতায় তা আর আয়োজন করিনি। আসলে আমার উদ্দেশ্য ছিল ভগবান রামের ত্যাগের কথা মানুষের কাছে তুলে ধরা।

মদন মিত্র বলেন “জয় শ্রী রাম” ধ্বনি শক্তিশালী হয়ে মমতাকে ভয় দেখিয়েছে, ঠিক এই কারণেই মমতা জয় শ্রীরাম শুনলে দৌড়ে তেড়ে যান। মদন মিত্রের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি মুসলিম ভোট ব্যাংকের জন্যই জয় শ্রীরাম শুনলে রেগে যান?  মদন মিত্র মজা করে বলেন, নানা ভোট ব্যাংক নয়, আসলে পাওয়ার ব্যাংক হারানোর ভয়েই উনি দিশেহারা হয়ে যান।

মমতাকে বিঁধে মদন মিত্র কি এবার তাহলে বিজেপির পথে? চলছে জোর জল্পনা। এবার সেই জল্পনায় নয়া মাত্রা যোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, দুটি নির্বাচনে হারার পর মদন মিত্রের শুভবুদ্ধির উদয় হয়েছে৷ এটা জেনে ভালো লাগছে। মদন মিত্র কোনও ভুল কথা বলেননি। পঞ্চায়েত নির্বাচন ঘিরে যে অশান্তি চলছে, তা মমতার নির্দেশে হয়েছে। ফলে দল সেই ফল ভোগ করছে। বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেছেন, মদন মিত্র জ্ঞানে না অজ্ঞানে বলেছেন, সেটা জানি না। তবে যা বলেছেন সেটা সত্যি বলেছেন।