Thursday, September 19, 2024
রাজ্য​

মমতা ক্ষমতায় থাকলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে: মুকুল রায়

বিষ্ণুপুর: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বাংলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন মুকুল রায়। তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম জমানার অবসান হলেও, প্রকৃত পরিবর্তন আসেনি। রাজ্যের প্রকৃত পরিবর্তন করতে পারবে একমাত্র বিজেপিই। এবার বিজেপি নেতা মুকুল রায় বলেন, ইতিহাস মিথ্যা হয়ে যাবে, যদি অত্যাচারীরাই শেষ কথা বলে। তা কোনওদিনও হয়নি, হবেও না।

এদিন বিষ্ণুপুরে এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে মুকুল রায় মমতা সরকারের কড়া সমালোচনা করে বলেন, এই মুহূর্তে বাংলার বুকে বড় প্রশ্ন গণতন্ত্র থাকবে কি থাকবে না। সেই প্রশ্ন নিয়েই আমাদের আলোচনা। তাই আমাদের যাত্রার নাম গণতন্ত্র বাঁচাও কমিটি। মুকুলবাবু বলেন, আমি এর আগে জ্যোতি বসুর সরকার দেখেছি, দেখেছি সিদ্ধার্থশঙ্কর রায়ের সরকার। কিন্তু এমন স্বৈরাচারী সরকার আগে কখনও দেখিনি।

মুকুল রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, এর আগে হিটলার পারেননি, পারেননি মুসোলিনিও, আর পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও। কারণ ইতিহাস কখনও অত্যাচারীদের রেয়াত করেনি। মমতা যদি শাসন ক্ষমতায় থেকে যান, তাহলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে।

মুকুলবাবু বলেন, বাংলায় তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। তাই তাঁরা ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন। তাই তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই বাধার সম্মুখীন হচ্ছেন। তাঁকে বাধা দিচ্ছে তৃণমূল। এইসব পরিকল্পিত বাধাই প্রমাণ করছে, আর বেশি দিন নয়, রাজ্যে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে বিজেপিই আসতে চলেছে ক্ষমতায়। রাজ্যে এখন পুলিশ রাজ চলছে বলেও অভিযোগ করেন মুকুল রায়।