দিল্লিতে মুখ্যমন্ত্রী, ফের ধর্না
নয়াদিল্লি: ফের ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা অনুযায়ী এবার রাজধানী দিল্লিতে জাতীয় স্তরের বিরোধী নেতাদের সঙ্গে নিয়ে ধর্না কর্মসূচি পালন করবেন মমতা। আজই দিল্লি পাড়ি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো।
মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হতেই এই ধর্না কর্মসূচির ডাক দিয়েছেন মমতা। গণতন্ত্র, সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও দেশকে রক্ষা করতেই তৃণমূল নেত্রীর এই কর্মসূচি।
দিল্লিতে মমতার ধর্নায় জাতীয় স্তরের বিরোধী নেতাদের একসঙ্গে দেখা যেতে পারে। লোকসভা ভোটের আগে বিরোধীদের মহাজোটের ক্ষেত্রে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত সংশ্লিষ্ট মহলের।
বিজেপি বিরোধী নেতাদের মধ্যে মমতার ধর্না কর্মসূচিতে যোগ দিতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও কংগ্রেস, এনসিপি, টিডিপি, ডিএমকে, সমাজবাদী পার্টি, বসপার প্রতিনিধিরাও যোগ দিতে পারেন মমতার ধর্না মঞ্চে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে কলকাতার মেট্রো চ্যানেলে তিনদিনের ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে মোদী সরকারের বিরুদ্ধে ফের ধর্নায় বসবেন বলে তখনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।