Tuesday, June 24, 2025
Latestরাজ্য​

মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা, ওঁর চিকিৎসার প্রয়োজন: বিজয়বর্গীয়

কলকাতা: বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই CAA ও NRC এর বিরোধিতা করার জন্য মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

বিজেপির এই হেভিওয়েট নেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানসিক ভারসাম্য হারিয়েছেন। নাগরিকত্ব আইনের পরে অনুপ্রবেশকারীরা চিহ্নিত হবেন। ওরাই মমতার ভোটব্যাঙ্ক। তাই উত্তেজিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন উনি। মমতার মানসিক চিকিৎসার প্রয়োজন।

CAA ও NRC বাতিলের দাবিতে রাস্তায় নেমে বিরোধিতা করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। CAA ও NRC বাতিলের দাবিতে পথে নেমে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, CAA বিরোধী আন্দোলনে সামিল পড়ুয়াদের পাশে আছেন তিনি। আগুন খেলতে সতর্ক করেন বিজেপিকে।

এদিকে, ভোটগুরু প্রশান্ত কিশোর কংগ্রেস শিবিরের কাছে আর্জি জানিয়েছেন, এনআরসি ও সিএএ লাগু করা হবে না।  সভানেত্রী সোনিয়া গান্ধী তা ঘোষণার দাবি করুক। তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেছেন, কংগ্রেস পরিচালিত রাজ্যগুলি CAA ও NRC কার্যকর করবে না বলে ঘোষণা করলে প্রভাব অনেক বেশি হবে।