Tuesday, March 25, 2025
রাজ্য​

ফের ‘জয় শ্রী রাম’ ধ্বনি, মেজাজ হারিয়ে মমতা বললেন ‘মেরে চামড়া গুটিয়ে দেব’

নৈহাটি: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। শুনে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, গুণ্ডামি এখানে হবে না। বেঁচে আছো আমাদের জন্য। কালকে বলে দিলে এক সেকেন্ডে বেরিয়ে যাবে। কোন দাদা, কোন মস্তান এসে বাঁচায় দেখব।

এরপরে উত্তেজিত গলায় মুখ্যমন্ত্রী বলতে থাকেন, কিছু বলি না বলে পেয়ে বসেছে। গাড়ির উপর হামলা! ব্যাটা বিজেপির বাচ্চা। ডাকাত। ক্রিমিনালের দল! মেরে চামড়া গুটিয়ে দেব। সব কটাকে তাড়িয়ে ছাড়ব।


পাশে থাকা এক সরকারি আধিকারিককে নির্দেশ দিয়ে মমতাকে বলতে শোনা যায়, এই দিলীপ, এখানে যে ছেলেগুলো ছিল, নামগুলো নাও তো! এরপর ফের বলতে থাকেন, বাংলাকে গুজরাট হতে দেব না। বাংলা ইজ নট গুজরাট।

পরে নৈহাটির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গাড়ির সামনে এসে গালিগালাজ করেছে। সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারতাম। লোকগুলোকে চিনে রেখেছি। আমাদের স্লোগান জয় হিন্দ। জয় বাংলা লক্ষ বার কোটি বার বলব। জয় হিন্দ বলব। লোকের সঙ্গে দেখা হলেই বলব জয় হিন্দ।

প্রসঙ্গত, লোকসভা ভোট চলাকালীন চন্দ্রকোনায় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়েছিলেন কয়েকজন যুবক। সেবার গাড়ি থেকে নেমে মমতা বলেছিলেন, ‘অ্যাই গালাগালি দিচ্ছিস’। এই ঘটনায় তিন যুবককে আটক করে পুলিশ। বিষয়টিকে নির্বাচনী প্রচারে হাতিয়ার করে বিজেপি। ঝাড়গ্রামের প্রচার সভায় মোদী তাঁর ভাষণের শুরুই করেছিলেন ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়ে।

মোদী বলেছিলেন, ঝাড়গ্রামের সকলকে জয় শ্রী রাম। সবাইকে জয় শ্রী রাম। বিশেষ করে মমতা দিদিকে জয় শ্রী রাম। দিদি জয় শ্রী রাম অভিবাদন করার জন্য লোকেদের জেলে পুরতে শুরু করে দিয়েছেন। আমার মনে হল, দিদিকে সরাসরি জয় শ্রী রাম বলি।