Monday, March 17, 2025
রাজ্য​

গো-রক্ষকদের সঙ্গে জঙ্গিগোষ্ঠী ISIS-এর তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

কোচবিহার: রবিবার কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ২৪ ঘন্টার মধ্যেই আজ, সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থন জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (ISIS)-এর সঙ্গে গো-রক্ষকদের তুলনা টানলেন। মুখ্যমন্ত্রীর দাবি, গোরক্ষকের রূপে এখানে ওখানে ISIS-র জঙ্গি ঘুরছে। তারাই সন্ত্রাস ছড়াচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দূর্যোধন আর দুঃশাসন মিলে দেশটাকে শেষ করছে। এক্সপায়ারি প্রধানমন্ত্রী শুধু বিদেশে ঘুরে বেড়াচ্ছে আর গোরক্ষকের নামে আরএসএসের দালালরা মানুষকে ভুল বোঝাচ্ছে।

মমতা বলেন, অসম থেকে ৪০ লাখ বাঙালি তাড়িয়েছেন, এখন বাংলাতেও এনআরসি চালু করবেন বলছেন মোদী। বাংলায় এনআরসি করতে দেওয়া হবে না বলে এখন সাফ হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, নোটবন্দির বিরুদ্ধে ভোট দিন, দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভোট দিন, শান্তির জন্য ভোট দিন, একতার জন্য ভোট দিন।