Tuesday, March 25, 2025
রাজ্য​

দুজন পুলিশকে সরিয়ে ভোটে জিততে পারবে না মোদী, সব পুলিশ আমাদের: মমতা

ময়নাগুড়ি: পুলিশ কর্তাদের বদলির সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন নির্বাচন কমিশনে। জবাবে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ পাল্টা চিঠি দিয়েছে কমিশনও।

এরমধ্যেই পুলিশকর্তা বদলি ইস্যুতে নয়া মাত্রা যোগ হল, ময়নাগুড়ির জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, সব পুলিশ আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুজন পুলিশকে সরিয়ে দিয়ে ভোটে জিতবেন ভাবছেন মোদী? পারবেন না। সবাই আমাদের লোক।

পুলিশ কর্তাদের বদলির জন্য কমিশনকে চিঠি দেওয়ার প্রসঙ্গে এদিন কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী বলেন, দিদি ভয় পেয়েছে। এটা তারই প্রমাণ।

ময়নাগুড়ির জনসভায় পাল্টা কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদী হারাতঙ্ক রোগে ভুগছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে।

কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভা ভোটের পর ওরা চলে যাবে। আমাদের ফোর্স থাকবে।