Thursday, June 19, 2025
Latestরাজ্য​

বাংলা থেকে নোবেল পেলেন ‘অভিষেক’, মমতার বেফাঁস মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন ‘অভিষেকবাবু’! নোবেলজয়ী অভিজিতের কথা বলতে গিয়ে মুখ ফসকে ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! নোবেলজয়ী অর্থনীতিবিদের নাম উচ্চারণে একাধিকবার ভুল করেন তিনি।  এ নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি।

বুধবার নবান্নে অনুষ্ঠিত সংবাদ সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, আমরা আজ গর্বিত। বাংলা থেকে আগেও অমর্ত্য সেন, মাদার তেরেসার মতো ব্যক্তিরা নোবেল পেয়েছেন। এবার অভিষেক বাবু পেলেন… এটা বাংলার একটা গর্ব করার বিষয়। সৌরভ গাঙ্গুলীও বিসিসিআই প্রেসিডেন্ড হল। বাংলা আজ গর্বের দিকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, অভিষেকবাবুর মা  এখানে আছেন, একবার যাব ওঁনার সঙ্গে দেখা করতে।

মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পর আসরে নামে বিরোধীরা। একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদের নাম ভুল বললেন, তা নিয়ে সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী নেতারা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতার মাথায় অভিষেক রয়েছেন। উনি অর্ধেক সময় উল্টোপাল্টা কথা বলেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া সব্যসাচী দত্ত বলেন, উনি আসলে সব কিছুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান, যেটা খুবই দুঃখজনক। মমতাকে কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, উনি আসলে না জেনেই কথা বলতে থাকেন। অ শুনলেই ভাবেন অভিষেক। এটাই ওঁর পতনের মূল কারণ।

বাম নেতা মহম্মদ সেলিম বলেন, মমতা নোবেল কমিটির চেয়ারম্যান হলে, অভিষেকই পেতেন নোবেল। মমতার মনজুড়ে রয়েছেন অভিষেক। তাঁর ব্যাপারে উনি চিন্তিত। উনি যেটা বলেছেন সেটাই ঠিক। স্বৈরতান্ত্রিক মনোবৃত্তির হলে যা হয়। অনেকসময় পাশে যাঁরা থাকেন, তাঁরা বলে দেন, যে দিদি এটা নয়, ওটা হবে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, বাংলায় নোবেল চালু করে দিলেই হল। কাটমানিতে নোবেল!