Sunday, March 16, 2025
দেশ

শীঘ্রই মমতার শ্রাদ্ধের মিছিল করবে বাংলার আমজনতা: গিরিরাজ সিং

নয়াদিল্লি: উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম-জং-উনের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। রাজ্যে বিজয় মিছিল নিষিদ্ধ করার প্রেক্ষিতেই মমতাকে এ ভাবে আক্রমণ গিরিরাজের। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা করে গিরিরাজ সিং বলেছেন, কিম জং উনের মতো আচরণ করছেন মমতা। তাঁর বিরুদ্ধে আওয়াজ তুললেই মেরে ফেলার হুমকি দিচ্ছেন। কোনও দলকে বিজয় মিছিল করতে দেবেন না। এর পরেই তিনি আরো বলেন, জনতা তাঁর (মমতার) উলটো গঙ্গার মিছিল করতে শুরু করবে। ওনার শ্রাদ্ধের মিছিল করবে।

পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে বেশ কয়েকজন বিজেপি কর্মী খুন করা হয়েছে এই অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মমতা কিম জং উনের ভূমিকা পালন করছেন। যারাই কিমের বিরোধিতা করেন তিনি তাঁদের নিজের রাস্তা থেকে সরিয়ে দেন। মমতাও সেই কাজই করছেন। তিনি বাংলায় বিজেপিকে বিজয় মিছিল করতে দিচ্ছেন না। যেভাবে মমতা সরকার চালাচ্ছেন তাতে মনে হয় তিনি সংবিধানের প্রতি আস্থাশীল নন। দেশের প্রধানমন্ত্রীকে তিনি প্রধানমন্ত্রী বলেই মনে করেন না। তিনি কোনও ব্যবস্থাপনা দ্বারাই পরিচালিত হতে রাজি নন। তবে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে তাঁর দিন ফুরিয়ে এসেছে। মানুষ উন্নয়ন চায়। তাঁরা দিন গুনছেন।

বাংলার আমজনতা মমতার পাশে নেই বলে দাবি করে গিরিরাজ সিং বলেন, বাংলার আমজনতা খুব শিগগিরই মমতার শ্রাদ্ধানুষ্ঠান করবে। তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিজেপির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করা হয়েছে। বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ বলেছিলেনন, মমতার আচরণ হিরণ্যকশ্যপের মতো। তাই তাঁর সামনে কেউ রামের নাম করলে তিনি রেগে যাচ্ছেন। এরপর বারাণসীর পাতাল পুরী মন্দিরের প্রধান পুরোহিত মমতা বন্দ্যোপাধ্যায়কে রামচরিত মানস পাঠান। তাঁর দাবি, মমতার মন শুদ্ধ করতে এই বইটি পড়া খুব জরুরি।

প্রসঙ্গত, দু’দিন আগেই রাজ্য প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বিজেপি আর কোনও বিজয় মিছিল করতে পারবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অভিযোগ করেছেন, বিজয় মিছিলের নামে বাংলায় তাণ্ডব চালাচ্ছে বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়াচ্ছে তাঁরা। তাই তাদেরকে আর কোনো বিজয় মিছিল করতে দেওয়া হবে না। যদিও মমতাকে কড়া জবাব দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, আমরা আগে থেকে অনুমতি নিয়েছি তাই যেভাবে ঠিক ছিল সেভাবেই বিজয় মিছিল হবে।