Sunday, March 16, 2025
রাজ্য​

‘গরু’ নিয়ে মোদীকে পাল্টা আক্রমণ, আমি রোজ সকালে ২০ বার ওম বলি: মমতা

কলকাতা: ‘গরু’, ‘ওম’ ইত্যাদি শব্দ শুনলেই নাকি কারও কারও মাথার চুল খাঁড়া হয়ে যায়। বুধবার এমনটাই বলতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম না নিলেও নিশানায় যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা অনুমান করাই গিয়েছিল। এবার বৃহস্পতিবার এনআরসি নিয়ে বিরোধিতা করতে গিয়ে নাম না করে মোদীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে বিজেপির থেকে বেশি ধর্মপ্রাণ, তাও বুঝিয়ে দিলেন মমতা। দাবি করলেন, আমি গরুর দুধ খেয়েছি। ছাগলের দুধ খেয়েছি। তোমরা খাও। শরীর তুলতুলে হবে। আমি রোজ সকালে ২০ বার ওম বলি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের এখানে গণপতি পুজো হয়। সবাই লাড্ডু খাওয়ায়। খিচুড়ি, লাবড়া খেয়ে দেখছো। খেয়ে দেখে যাও কেমন টেস্ট। আমন্ত্রণ রইল। খিচুড়ি খাওয়াব, লাবড়া খাওয়াব, পায়েস খাওয়াব। আমার বাড়িতেও গণপতি পুজো হয়। আমি কি ছটপুজোয় যাই না? আমায় ধর্ম শেখাচ্ছে। বড়দিন পালন করি না? কেক খাই না? চার্চে যাই না? ইদে বিরিয়ানি, সিমাই খাই না? আমরা বলি না, বুদ্ধং শরণং গচ্ছামি। ধর্ম, জাতির ভিত্তিতে এনআরসি মানব না।

বুধবার উত্তরপ্রদেশের মথুরায় ন্যাশনাল অ্যানিমেল ডিজিস কন্ট্রোল প্রোগ্রামের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, গ্রামীণ অর্থনীতি অনেকাংশে নির্ভর করে গবাদি পশুর ওপর। প্রধানমন্ত্রীর কথায়, গরু ও ওম শব্দ শুনে অনেকের মাথার চুল খাঁড়া হয়ে যায়। এটা দুর্ভাগ্যজনক। মোদী বলেন, কিছু মানুষ আছেন যাঁরা গরু ও ওম শব্দ শুনলে বিরক্ত হন। তাঁরা মনে করেন, দেশ ১৬ শতকে ফিরে গেছে। কেউ কি গ্রামীণ অর্থনীতির বিকাশ গবাদি পশু ছাড়া ভাবতে পারেন?