পুজো কমিটিকে অনুদান ১০ হাজারের বদলে ২৫ হাজার টাকা, সঙ্গে বিদ্যুতেও ছাড়: মমতা
কলকাতা: দুর্গা পুজোর দখল নিতে মরিয়া বিজেপি। এই অবস্থায় পুজো কমিটিগুলির আর্থিক অনুদান বাড়ালো রাজ্য সরকার। গত বছর রাজ্যের ২৮ হাজার পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। এবার সেটাই বেড়ে ২৫ হাজার টাকা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে পুজোর অনুদান বাবদ রাজ্যের খরচ প্রায় দেড় গুণ বেড়ে গিয়ে হল সত্তর কোটি টাকা।
শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে পুলিশ- প্রশাসনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর বিদ্যুতের খরচেও রাজ্য সরকারের পক্ষ থেকে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হবে পুজো উদ্যোক্তাদের। তবে এ দিন পুজোর ভিআইপি পাস তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। তিনি চান, সবাই লাইন দিয়ে প্রতিমা দর্শন করুক।
মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণার পর তীব্র ক্ষোভ জানিয়েছেন বিরোধীরা। তাঁদের প্রশ্ন, অর্থাভাবে সরকার যখন রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ দিতে পারে না, অন্যান্য রাজ্য তথা কেন্দ্রের হারে বেতন দিতে পারে না সেখানে এত টাকা কী করে উৎসবের জন্য খরচ করা যায়?
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়েই নিজেকে ‘গরিব সরকার’-এর মুখ্যমন্ত্রী বলে দাবি করেন। ডিএ বৃদ্ধি থেকে বেতন কমিশনের দাবি, সব প্রসঙ্গেই সরকারের আর্থিক পরিস্থিতি তুলে ধরেন তিনি। সম্প্রতি মিড ডে মিলে ডিম না খাওয়ানোর যুক্তি হিসেবেও সরকারি তহবিলের ‘অত টাকা নেই’ বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।