Thursday, November 13, 2025
রাজ্য​

দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব দেওয়া হবে: মমতা

কলকাতা: করোনা পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে পড়াশোনা। তাই দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পঠনপাঠন যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রত্যেককে একটি করে ট্যাব দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল আছে। ৬৩৬টা মাদ্রাসা আছে। করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাস হলেও, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কম্পিউটারের অভাবে পড়ুয়ারা ঠিকমতো ক্লাস করতে পারছে না। তাই পড়ুয়াদের সুবিধার্থে ট্যাব দেবে সরকার।

মুখ্যমন্ত্রীর দাবি, ট্যাবের মাধ্যমে বারো ক্লাসের ছেলেমেয়েরা অন্তত পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে স্কুল-কলেজ বন্ধ রয়েছে। স্কুল কবে খুলবে, এখনও সে বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মুখ্যমন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুনে হতে পারে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য প্রত্যেককে একটি করে ট্যাব দেবে রাজ্য সরকার। এখন অনেকের কাছেই মোবাইল ফোন না থাকায় তাদের পঠনপাঠনে সমস্যা হচ্ছে। ট্যাবের মাধ্যমে দ্বাদশ শ্রেণির ছেলেমেয়েরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে।